পোশাক বালিকা
সদ্য কাগুজে-সাবালিকা  
তোমাকে সবাই দ্যাখে
নগরপথে যেতে যেতে ;  
ডলার আসে তোমার হাতখানি বেয়ে
তবু পাংশু প্রান পুঁজির প্যাঁচে  
অনেকেই জানে, বেশী নিরব শিক্ষিতে ।  
  
মে দিবসে পোশাক বালিকা’র পেটে পরেনি পথবিরানি,  
পায়নি যুঁই গাঁদা বা বেলি  
বিবিপুরই টানছে সবখানি ;    
পুরনো গ্রাম-বন্ধু বাইপাসে চলে
যেন ফ্লপ সিনেমার ভিলেন ঘাড়ে ,  
‘বুকটা ফাইটটা যায়’
কলি শোনে দুলহিন কানে
আর হাঁটে নিরস বস্তির পানে ;


উড়ে যেত  টিনের চালখানি
ফনি যদি বাড়ত আর একটুখানি ,  


দূষিত নগরে কষ্টে  কাটে  পোশাক বালাদের ।



০৪।০৫।২০১৯