১।
নগর নড়ে
কালচৈত্র ক্ষণে,
জীবের মৃত্যু ;  
অবহেলার ঢেউ
অনলে,জলে,বায়ে ।


২।


মধ্যাহ্নে'র
মেঘ, ব্যঞ্জনা
বহুরকম ;
স্বল্পায়ু, কালো ,  
শিলাসমেত চ্যুতি ।


(জাপানী তনকা ধারা অবলম্বনে রচিত)


০২।০৪।২০১৯