হেমন্তের মেঘলা আকাশ
মেঘ এসেছে আরব সাগর থেকে
সিরিয়া শিশুদের তকলিফি এঁকে এঁকে    
ইয়েমেনীদের কান্নার রোল নিয়ে
পুতিন ট্র্যাম্প আর বাদশাদের
অস্ত্রবাজের মেখলা,মেগাফোন উড়িয়ে ।  

কার্তিকের বৃষ্টিতে ভিজে বদ্বীপের ভুমি,
বোরহানউদ্দিনে –মানব রক্ত মিশে মেঘনায় ;  
কোন কোন মানব পুতিনের চেয়ে জঘন্য,  
কোন কোন রাজ-মানু ট্র্যাম্পের চেয়ে নিকৃষ্ট প্রজাদ্বীপে
যেমন জিন পিঙ রোহিঙ্গা তটে কিংবা হংকঙে ।      
মুখ ফিরায় কাশবনের প্রজাপতি
মুখ বাড়ায় কুৎসিত বুদ্ধিপতি ,  
প্রতিটি কবিতায় সুবোধ-কবি গেরিলাবৎ গ্রাফিতি লিখে ,    
মেঘমল্লারের সময়ে, শ্রেয় গ্রাফিতি লিখা, ত্বকে ও তক্তে ।  


২৫.১০.২০১৯
নেত্রকোনা