নানাবিধ  জোয়ারে জারণেও  
মেহনতি শ্রমিক ঘামে বৈশাখে
কষ্টে কাটে কালো কাল পাটকলে ,  
ঢেউহীন ভোট ভেটে বচনে  
স্বল্পভাতে, কিঞ্চিৎ প্রানে ;    
নেতা গলা চালায় পল্টনে
ডাক পায় মন্ত্রকে
শ্রমিক ঘুরে বস্তির পাকে  
যেমন ছিল মনিসিংহে’র যুগে ।
        
চাপাতিসম  চাঁদ এখনও রূপহীন  
রূপসা পাড়ে ,শীতলক্ষ্যা’র তীরে    
তবু যেন সুকান্তকে খুঁজে, মে দিবসে ;
ইদানিং রাজকবি হাঁটে লুইকানে’র স্থাপনে
চন্দ্রিমা উদ্যানে, নিরাপত্তার ঝাঁকে ।  


০৩।০৫।২০১৯