১।
বুক খেলিয়ে চলে ঋণ খেলাপি  
নত নয়ানে্ নড়ে আমলা-আলাপী ;
খেলাপি বিষায় নদী
খেলাপি দোলায় গদি  
আমজনতার মুখে পিঁয়াজহীন-জিলাপি ।
.২।
খেলাপি হয়েও ওরা নাচায় পরিবেশ  
বদ্বীপে বংশী বাজায় ওদের খেশ।  
খেলাপি চলে আহলাদে  
খেলাপি উঠে মসনদে ;  
ওরা খবিশ, ওরা খেলাপ-খটাশ ।      


ঢাকা
১৬.১১.২০১৯