মাঘের রজনী নগরী নীরব, ল্যাম্প পোষ্টের উপরে
তিনটি গাছের ডাল পালা বাগেশ্রীতে দোলে
কীট পতঙ্গ ক্লান্ত, যেমন দূরের পোশাক বালা ,
বারান্দায় একা একজন, জোনাক বিহীন কাফিতে ,  
দূরের আকাশে হাল্কা কুয়াশা ভাসে হাসে বেহাগে
নিকট আকাশে বিমান নামে মিঠি মিঠি সংকেতে  
ভিতরে হয়ত সওদি-ফেরত কর্মী কাঁদে ।


আলোকিত হলো উড়াল-ফেরত বেপারি-বাসক  
তখন হলদে-সবুজ আমড়া পাতায় ঝিলিক ,  
শীতের নিরবে সরব কোন কোন প্রাণ,ঝকমক  ।  


ঢাকা
১৭.০১.২০