মার্চ আসলেই এক ডিজিট বয়সের  স্মিতি পরিযায়ী পাখির মত পাক তোলে স্নায়ুকোষে
ভেসে উঠে বঙ্কিম মগড়া হুমায়খালি মারাদাইরা বন্দ ।
একাত্তরের মার্চ ,
বাঙ্গালী মানুষ গাছ গাছালী জীব-জড় ছিল ধ্রুপদি কবিতার কোরাসে  
রাজনীতি বুঝি না তখন, বুঝেছিলাম পতাকা পাল্টাতে, মুক্ত মিত্তিকার আশায়
ছুটছে  সামছুদিন ছুটছে কালামিয়া সাফায়েত রব্বানি  
শুস্ক পাতা উড়ছে গ্রেনেড সমওজনে ।  
একাত্তরের  মার্চে পুতিনের  পদ্দাদা দাদা ছিল বাঙ্গালির সাথে
ইন্দিরা অধিকতর ইন্দিরা হয়ে উঠে মিডিয়ায় জাতিসংঘে ইউরোপে সীমান্ত শিবিরে
চীন আমেরিকা এহিয়া টিক্কার টিক্কায় রসদ ঢালে ।


এবারের মার্চে ,
পাকন ধরল কেশে , পেকেছে বাংলার অর্থনীতি , সুখ সুখ সুর বাড়ছে ধীরে ধীরে ।  
তবে কিন্তু -
চীন সূচি মোদীর মিশ্রিত লাভায় জ্বলছে রোহিঙ্গা, পুতিন দিচ্ছে তা
শংকরীয় শৌর্য বীর্যে বান্ধবহীন ফণীমনসার  ঘের ।  
দূষিত রাজনীতি, ঋণ-খেলাপির খুঁচায় কাঁপে খাল নদী জঙ্গল      
‘মুক্তি’ সামসুদ্দিন অবাকে তাকায়,  মুক্তিকনা খুঁজে – বাতাসে তখন হলুদ-পুঁজির বিষ  
বুড়িগঙ্গা, মগড়া দেখে কাঁদে দেশপ্রেমিক সামসুদ্দিনরা ।