ভাদরের শুক্লপক্ষের নির্ঘুম রাতে
চুপিসারে এলে তুমি মেঘ-মার্সিডিজে      
সাদা-শুভ্র আঁচলে নিকট  নীলাম্বরে,  
তখন কলাপাতায় জানালা-ভেদি অংশু
কলকলায় ,বাতাসে সুবাসী শিউলি রেনু ।          


ক্ষুদ্রাকার বারান্দার ষ্টীলগ্রিলে হাত রেখে তাকে দেখি  
ঈদের চাঁদের আদলে , পুরনো অথচ নবতেজি ।    
চারদিকে অশহুরে নিরবতা , জীবকুল স্বল্পপ্রাণে
ঘুমায় - কার্বন তাড়নে  নষ্ট  ঢাকায়  ।  
শেষ প্রহরে ঘুমে ভেসে যাই তোমার সামিনায়
গ্রিল গলিয়ে যেন তড়িৎ-রাজ । পারি সরাতে    
গ্রিল, গ্রিবার বাঁক উচ্ছল সময়-সমীরে ।  


০৭।০৯।২০১৯