মঞ্জরিত আম গাছ গুলি মঞ্জিমা মেলছে মাঘের শেষে  
চিত্র নায়িকার ছাদকানন থেকে বাংলার কোনে কোনে ,
যেন মাঘ মেতেছে আমের গাছে গাছে, ধুলি-ধূসর ধাঁচে ।  


আমজাদ থাকলে, নায়িকা মিশত মুকুলিত কাননের সনে      
ধ্রুপদি গান উঠত নায়িকার রঙিন-রসালো ওষ্ঠে ,
কোন মায়াময়ী কণ্ঠে , ফিরত আমজনতা’র গলে ।

বহে নিরব বিষাদ, আম্র মুকুলে মুকুলে  
কোথাও সুজন হারানোর, কোথাও তন্ত্রবিরহে ।