যে দিকেই তাকাই , টাংগুয়ার হাওড় থেকে কর্ণফুলী
কিংবা মহানন্দা থেকে মধুমতি - সকল তটিনী    
চালগুঁড়া রঙে বহমান বক্ষে আঁকে তোমারই আলপনা ,  
পরিরা রাঙায় নীলিমা-শুভ্রে তোমার পাঞ্জাবি পাজামা  ।      
শৈশবে দেখেছি তোমায়– অভীক, ভরাট স্বর , মগড়া পাড়ের জমিনে,    
মোক্তারপাড়া পল্টন রেসকোর্স রাওয়ালপিণ্ডি, কেঁপেছে তোমার কণ্ঠে ,    
তুমি মিশে গেছো নিরবে , আমার মননে মসিতে ।    
মিলেছ নিসর্গে নদীতে পবনে ,কংস থেকে কলারাডো ,
মিশ্ররাগে সুর সাধে তব সাথে সজনা বিলের বিহগে  
পরিযায়ী হীরামন সপ্তসুরে ছড়ায় পৃথ্বীর পরতে পরতে ।  
  
হেথায়  হাবেলি-হোমসেপিয়ান্স হামেশা হতধী হয় ,
হাসনাহেনা হযবরল হাওয়ায় হর্ষ হারায় ।      


ঢাকা
২৪.০১.২০১২