বিপুলা।  মেঘনার মোহনায় সিক্ত জ্বালানি কাঠ সংগ্রহে ব্যস্ত।  জ্বালানি সংগ্রহে মূল নায়ক  তার সাহসী শিশু সন্তান।
আঁৎকে উঠে বিপুলার বুক বাঙালি মায়ের বুক - যদি উঠে মেঘনায় ঝড় কিংবা কোন অরাজনৈতিক  সুনামিয়   ঢেউ।


দাঁতে আঁচল গুঁজে দাঁড়িয়ে  থাকে তীরে  মোহনীয় এক মা বিপুলা
সামনে অগ্রহায়নের শান্ত- শোভন  মেঘনা
পড়ন্ত বেলার রবি রাবীন্দ্রীক   ঝিলিক ছড়ায়  আর্য -দ্রাবিড়ীয় মানব-আচ্ছাদনে
পিছনে বন বিভাগের বন -বেপারিদের ছিন্ন ভিন্ন জীবন্ত শর্টফিল্ম।


সারাদিন সংগৃহিত কাঠে জ্বলবে জীবন্ত মাঝির বিশুদ্ধ আয়ের
মাছ  ডাল  সব্জি টকটকে মরিচের মিশ্রনে বিপুলার কুশীলবে


সবাই মিলে সন্ধ্যায়  রাতের খাবার  'হওরার ' সুরে
আহা বিপুল শান্তি বিপুলার মেঘনীয় সংসারে
কোরাসে বটিকাবিহীন ঘুম -  মেঘনার পাড়ে।


পাখি ডাকা অক্সিজেন মাখা ভার্জিন-ভোরে জেগে  উঠা
সন্তানের মাঠি-সংশ্লিষ্ট টুকটাক পড়া
কিন্ডার গার্ডেন ক্যাডেট ইংলিশ মিডিয়াম - বিপুলার  অভিধানে নাই।


আবার  কাঠ সংগ্রহ শুকনা কিংবা ভিজা : জ্বালানী নিরাপত্তার কঠিন  কাজে বিপুলা
আবার মেঘনা পাড়ে   আঁচল গুঁজে দাঁড়িয়ে  থাকা
শূন্য-অবয়বের প্রাকৃতিক মোহনীয়তায়
কার্বন  সাশ্রয়ী জীবন-যান
বিপুলা  বিপুলা অনেক বিপুলা
মনপুরার মনভরানীয়া বিশাল বিপুলা- সংঘ।