পৌষে রোদ পোহায় মুনিয়া কার্জন হলের ঝোপে  
উপনিবেশিত নীরবতা উপভোগ করে সে কোভিড রাগে  ,  
ক্যামেরা কাব্যে উড়ে যায় মধ্যবিত্ত ঘরে  
বাঁচতে বাঁচতে বিশ পাড় হয়
একুশে অধিক প্রাঞ্জলে বাঁচতে চায় তিলা মুনিয়া ;    
পুষ্পে বনে ঘাসে ধানে নীরে কার্নিশে  উড়তে উন্মুখ মুনিয়া  
মুনিয়া মনে মনে উড়ে  
উইঘুরে
রাখাইনে
ইয়েমেনে
ভূস্বর্গে, বদ্বীপে;
মুনিয়া রোদসী প্রণয়ে বাঁচে  ;    
মুনিয়া তুলোট বাসায় কাশের সোফায় ডাকে ভেক্সিনহীন যমিতদের  
একুশেতে একবার কাশের সোফায় সবাই বসে - হাতে নিয়ে ঔষধি কবিতা ।    


২।১।২০২১