এবার শরতের মন ভালো নেই
এবার শরতের চিত্তে সুখ নেই
শরতের কাশফুলে শুভ্রতার আদি নাচন নেই
লকলকে ঊর্বশীয় জুরানিয়া ছন্দ নেই
উঠতি  ডগায় আল মাহমুদ কিংবা গুনের গুণগুনানি নেই।


বলেননি দ্বিজেন শর্মা কিংবা বার্মিজ কোন উদ্ভিদবিদ - কাশফুলের প্রাণ নেই
সেখানে বটবৃক্ষিও প্রাণ অহর্নিশি উতলা নান্দনিক শুভ্রতায় আর বেহেশতী ব্যঞ্জনায়।


কিনতু এবার শরৎ-সুরেলা কাশফুলগুলি  ম্লান অভূতপূর্বতায়  
হাওড় চরের বন্যাক্লিষ্ট এবং সংস্থাপনপিষ্ট মানবদুর্দশায়।
বর্মিজ জান্তার তান্ডবে রাখাইনের কাশবনেরা বন্ধ্যা
আসেনা দখিনা হাওয়ায় কাশফুলীয় মোলায়েম দোলা
উত্তরের পাহাড়ে ব-দ্বীপে  
ম্রিয়মান এবারের শরৎ আর কাশফুল  দুঃখী  হোমোসেপিয়েন্সের বনে
আর দানব-নির্ভর  জাতিসংঘে।



ঢাকা
২৫।০৯।১৭