মধুর মুদ্রিত ভার্শন ভাসছে মতিঝিলে
সর্ষে ফুল, গুজি তিল্‌, বন, বাগ আজি মধু শূন্য ;  
খাঁটি মধু – মানুকা ধরন নবজাতক নাহি পায়
ইউনিসেফ নিরব চাঁদা বন্ধ হওয়ার ত্রাসে ।
    
কষ্টে আছে মৌমাছি – গুনগুণায় প্রাচীন স্বরে  
শ্রেণীবান মধু চাঠে জন্ম থেকে প্রৌঢ়ে  
কবি কাবু ছাপা মধুরেণু দেখে দেখে  
কবিরাজি থেকে এলোপ্যাথি মধু মেখে মেখে চলে।
মধু আর মধু বেশি বেশি কিছু কিছু কক্ষে কোঠরে  
মধুকোষ মেলা বসে মতিঝিল কোষাগারে ,  
কত্তা খাচ্ছে বসে বসে মধু আর মধু –মধুবনি রঙে  
পেখম পসারে পূবে থেকে পশ্চিমে বেগমপুঞ্জে    
সাথে নানাবিধ মুদ্রার মর্দন –মধুমাধুরী সুরে মজে  
মধুহীন আদি মানু  কাতরায় বদ্বীপের মেঘনায় মগড়ায় ;  
সকল সরিষা মানব বন্ধনে সামিল সেগুন বাগিচায়
মধুকর খোঁজে দিনভর কতিপয় কর্তাদের ।  


২৭।০২।২১