আমের মুকুলে উতলা দু’পাড় । ফাগুন হাওয়া সেতার বাজায়  কাঁটাতার ঘেঁষে ঘেঁষে , সকাল সন্ধ্যায়  কাঁটা  মাড়িয়ে দুন্দুভি বাজায় লালমন থেকে  মনপুরা   - ফেলানিরা  শোনে  শান্ত  হয়ে  নীল আসমানে  ।    
একটি কুঁড়ি ডাকে মনপুরায় বসন্ত বায়ে –বলে দেখে যাও কতটা মিশেছে শ্যামল সোনালী সনে,  আর কতটা ভেঙ্গেছে  মনপুরা  মাতাল ঢেউয়ে  ঢেউয়ে ।  অন্যকুঁড়ি  দোলে পলাশী প্রান্তরে– ক্লাইভ উঁকি দ্যায় গুজরাটী শেঠ  সাথে নিয়ে । বর্ণিল বিহঙ্গদের কুজনে নেতিয়ে যায় অসুরের সব স্বর  আম্র বনে  বনে; তোল সুর শুভ তালে ।  


১৩।০৩।২০২১