আম গাছটি গলির সজীব নিশানা
আশে পাশে কংক্রিট সাজন-কৃত্রিম বরনা  
ভিতরে ভিতরে পশ্চিমা বায়না  
পূব দিয়ে বহে ভোগ-বায়  
পোশাক বনিক জলসা জমায়
বুড়িগঙ্গা-রসায়ন জীব জ্বালানিয়া  
ডলার দৌড়ায় বেগম পাড়ায় ;    
রক্ষীরা সজাগ কেবল সাজানো বাগানে
তাল বৃক্ষ কাটে শেঠ শ্যেনে  
ফকফকা রোদে সুরক্ষিত ছায়ে ।  

বামে ডানে নানা প্রশ্ন-আদিম মিশ্রণে  
বিশ্বাসী বুখারি শরিফে তাকায়- ব্যাখ্যা খোঁজে ,    
কাঁদে দূরে তুরাগ তীরের কদম্ব    
যেন নামে কর্তন-কম্পন ;  
নীপহীন নগরিতে নাগরিক নিদ্রাহীন ।    


৩১.০৫.২০২০ ।