নির্বাহী-নারী নীড়ে ফিরে নব্য নগরে
নাওয়া শেষে হালকা সলিলময় সলীলে      
বসে গোধূলি-চায়ের একক চক্রে ,  
চা ও  কাপ দুটিই ধন্য  
ভেজা ওষ্ঠপুটে ছোঁয়ায়,    
ছাদ বাগানে তখন
পরিণত পুষ্প দোলায় দখিনা পবন ।  


সহসা কলিং বেল বাজে
হলদে-সোনালি সেগুন-দ্বার খোলে
নিপুণা-নির্বাহী গুনে গুনে ,    
বহুদিন পরে, দুজনেই অবাক দুজনাতে ;  
নীড় ভাসে জুঁই-শিউলি র সৌরভে  
কৃষ্ণ-রাধা ভড় করে যুগল নয়ানে
ওষ্ঠে ওষ্ঠে অতল তরঙ্গ জাগে নৃ-দ্বয়ে    
যেন নীল নন্দিতা নড়ে নিলয়-নীড়ে ,
সারা নগর ঢাকে কদমে কদমে
পূরবী রাগে কুহুতান অনুভূত হয়  
বৃষ্টিহীন আষাঢ়ের পূর্ণিমা-সন্ধ্যায়   ।