অনেকটাই নিরব সন্ধ্যা, বিশ্বাসীদের প্রথম পানাহার
পানি
খেজুর
ছোলা
মুড়ি
সাধারন বিশ্বাসীদের অতীব পবিত্র ইফতারী
গ্রীষ্মের তাপদাহে দিনশেষে , ঈমান-প্রমানি    
চারদিকে যেন অন্যরকম প্রশান্তি  
কৃষ্ণচূড়ার ডালও মৃদলয়ি ;
এক একটি সাধারন যেন এক একটি স্বর্গীয় ফুল
ভববাগে, বলা যায় শুদ্ধ মানবকূল ।


অন্যদিকের  সাঁঝভোজে  
চাকচিক্য মিশেল রাজ-অপরাজে
পুঁজির পেজ ও পিঁয়াজে  
ভবের নষ্ট নগরে নগরে
নূরবিহিন আলোর পার্থিব ঝিলিকে জৌলুসে ;  
পরম ল্যান্সে পরখিত হবে
কোনটি উৎকৃষ্ট মানবের জারী সারী
কোনটি আঁধারি, কোনটি আত্মা-বিনাসি ।  


১২।০৫।২০১৯