সপ্তাহান্তের শনিবার, মাঘের সন্ধ্যারাত  
নীরব নিরব রাস্তাঘাট, যেন নেয়া যেত শুটিং সট  
ছোট গলি পেরিয়ে  বড় গলি, তারপর রাস্তা ষাট ফিট  
ফরমায়েশি লতাগুল্ম, অফুলেল গাছ দু চারটি আর বিটপী ছিট ছিট ।
দৃশ্যমান কিছু কার্বন-বন্ধু গাড়ী আর মোড়ে বাংলাদেশি অরিজিন কুত্তাদল ।  
  
মাঘের সন্ধ্যারাত
শ্রুত হলনা পোশাক বালিকাদের ছলাত ছলাত
শীতের দাপট নেই, শহরে নিয়ন্ত্রিত , উত্তরে বাড়ছে শীতমৃত ।
চিতল বাপা পিঠার উৎপাদন মঞ্ছ : উনুন পিঠা-স্থপতি নারী পাশাপাশি জ্বলছে  
বিপণন চলছে
সাথে উত্তর-দখিনের ভাষা নগর-বাঁশরীতে বাজছে  
যেন কিত্তনখোলা কংস কালীগঙ্গা করতুয়া কোরাসে মেতেছে ।
বেত্তমিযি শব্দে আর ধূলায় চলছে  কার্বন-গাড়ী , নাই ফিটনেস  
মলিন হছে  চিতল বাপা সাথে নদীর কোরাস
খুঁড়াখুঁড়িতে রাস্তা যেন সিরিয়ার গুলিবিদ্দ শহুরে সারস  
হয়তো ঢাকা চলছে দিল্লীর পথে –ধূসর ধূলিময় ধুধু ধুয়াশা অরস ।



মিরপুর
২১।০১।২০১৮