১।
গরমে গোলক গুঙ্গাচ্ছে
সমুদ্র-গতরে অক্সিজেনহারা পবন
গরান কাঁদে সৈকতে  
গহন গড়ায় গিরিতে
গলছে বরফ মেরুতে,  
তবু গলেনা কিছু গর্হ্য প্রান    
আর টলে না তব তান ,  
সেই  পুরনো এক অঙ্গনা ।


২।
ট্র্যাম্প প্রায় শেষ করে ফেলেছে রাজগি  
মেলেনিয়ার লালে হেলে দোলে
আর পুরনো নারীদের দ্রোহে,  
হেলেনি শুধু তোমার ফিল্মি তনু ,
তুমি যেন ভদগা স্নাত, পুতিন-মন্ত্রগুঢ় ,  
কর্তিত্ব কষে তোমার মানব মন্যু  ।


১০.১২.২০১৯
ঢাকা।