অক্টোবর বিপ্লবের শতবর্ষে বাজিছে বাদ্য নানাবিধ
চলছে কতিপয় শহুরে মধ্যম আয়িদের  কচকচানি বিবিধ
সঙ্গে উঠতি মিডিয়া-ওপলেতারিয়াত
লাল পতাকা উর্ধে উঠছে পরক্ষণেই নামছে
পুঁজিদাপটি  কোন বুজুর্গ পঠিত হয় মিডিয়ায়।


শত বর্ষ নিয়েও বাণিজ্য হয়, হয় রাজনীতি দুনিয়াজোড়া
পড়ন্ত উড়ন্ত রাজনীতিক  হাজির হন শহীদ মিনারে কিংবা পিটার্সবার্গে
যদিও মজদুর কিংবা ভোটার নেই তেমন তার সাথে।


দৃশ্যমান নেই  চর  হাওর পাহাড় রাখাইন বা আফ্রিকান কোন পশ্চাদ মানব মানবী
কেবলই যেন  কতিপয়-কেন্রিক  শব্দ  সারী সারী।


তবু আপাতঃ খাঁটি কিছু মধ্যবিত্ত্ব বাজাচ্ছে  দ্রৌপদী  সুর
হয়তো অনাদিকালের কোন মোড়ে  হবে ঢল-মিছিল  তরুণ কৃষক পোষাক শ্রমিকের
কিংবা হবেনা।


তবু একটা দ্রৌপদী বীনা বাজুক
নাফ থেকে নীলনদে এবং আমাজানে।