১।
ধীর ধাঁচের
আশ্বিনী বৃষ্টি,
পথ-আলের
নগর বৃক্ষে খেলে
অশিউলী শরৎ ।  
২।
নাসা নাড়ায়
আশ্বিন আরশি,
ফুলছে ধনী
হ্রাসে ফুলগুল্ম  
দুখে দোলছে কাশ ।
৩।
কাশ কানন
ভাঙছে ভুমিদস্যু
ক্যাশ করবে কাশ,
উঠবে বহুতল  
গুম হবে শরৎ।  


১৭।০৯।১৮
জাপানী তনকা ধারায় রচিত
ঢাকা