মনোমোহনি অশোক ফুটেছে থোকা থোকা  
গুটি কয়েক উদ্যানে : কষ্টে বেঁচে থাকা
উথলায় জীব-আত্মা হতে পরম আত্মা  
অচিনপুর থেকে লালন তাকায় ।  


ভিনগ্রহের দাপটি প্রেমিক আরশি ধরে  
ভরা চৈত্রের অশোক ডালে,  
মৌমাছির মরমে মোচড় মাড়ে মৌপ্যাথি    
রসালো হয় প্রাণ কিংবা স্বপ্নের বিপণন-মওজ ।  
    
গুঞ্জরিত অশোকদল
ভিনগ্রহে যাবে চলে অটবি-অভিবাসীসম ;        
ঢাকার বাতাসে অসুখে অশোক ,  
তন্ত্রে ভোট-অশ্মরী, রাগে অশেষবিধ অনল-শোক ।      

ঢাকা
৩১.০৩.২০১৯