পূর্ণিমাটি দেখে যুবা প্রফুল্ল হয়নি , নিরাশা গাঢ় হয় সহস্র সতীর্থদের মতোই ;          
চাকুরীটি হাত ছাড়া হলো - লুটে ন্যায় দলবাজ বেক বেঞ্চার  
চুপসে পরার মতো বার্তা পেলো সদা হাস্যময়ী প্রেমা  
বাড়লো অপেক্ষা জ্বালানী দরের মতো দ্রুত হারে ।  


পূর্ণিমাটি দেখে নির্বিকার শ্রমিক , মুজুরি কমছে বাড়ছে খরচ দুর্বল চাকুরী ;      
পূর্ণিমাটি দেখে সাদা ইটা বিছানো অনাবাদী ভুমের কথা মনে করে চরের কৃষক ;      
জ্বালানী জ্বালাচ্ছে অহর্নিশি, ঋণে-চাষ করা জমি থেকে শূন্য হাতে ফেরা হবে ভেবে,
সাথে কেহ নাই-দলহীন , চাষি নেতা নগরে টেন্ডার বৃক্ষে সেচ দেয় আর ডলার বানায়।  
  
পূর্ণিমাটি দেখে হাওরের বন্যার্ত বিধবা প্রশান্ত হয়নি
এখনও ত্রাণ কার্ড হাতে পায়নি - আহার অনিশ্চিত প্রতিবন্ধি পুত্রীসহ ,  
ইউনিসেফ তাবৎ শিশু উন্নয়নে পেয়ে যায়  নোবেল  ।    


পূর্ণিমাটি ক্যাশ করতে পারেনি কোন নেতা কোন খানে – ভব জুড়ে ,    
জন প্রেমে দেশ প্রেমে গ্যাপ দেখে জনগন  পাহাড়ের মতো তাজ্জব ,    
তার ঘুম ভাঙ্গানোর ভারী নেতা নেই গঙ্গা তটে , বিশ্ব পটে ;  
পূর্ণিমা তুমিই টুইটে জানাও বিশ্বকে
তোমাকে যা যা বলছে ফিলিস্তিন ইউক্রেন সোমালিয়া’র    
গাছলতা প্রাণকোষ যারা লম্বা অমাবস্যা দেখে পার করে শ্রাবণ পূর্ণিমা ।  


মিরপুর, ঢাকা । ১২.০৮,২০২২