পানমতি পাতশাহি  


ফাগুন শেষে চৈতি বায়ে দোলনে বোরো র পাতা  
কাপনে রাসায়নিকে ঝুরঝুরে বদ্বীপের আত্মা, ঘুমে চিত কত্তা ;    
ইউক্রেনে নব্য জার গ্রাসে শস্যাগার, যেন অসুর এসেছে মিসাইল সুরে ।    
সব শ্যাম শস্যপুর পোড়াবে পানমতি পাতশাহি গং ,        
পশ্চিম উস্কায় অস্ত্রপনা, জাউ গিলে জাতিপুঞ্জ ;  
তবু ভুবন ভরসে সৃজক পানে  
পেলব পূবালী পবন উঠিবে নিপার-যমুনা নিলয় থেকেই ।  


১৭।০৩।২২