ফিলিস্তিনি  দ্রঢ়ীয়সী  আহেদ তামিমি  
চড় কষিল ইতর-ইসরাইলী সেনাকে, দেশহীন-সপ্তদশি ,      
প্রজন্ম থেকে প্রজন্মে পুঞ্জি্ভুত প্রতীকী প্রজ্বলন -পুরু প্যালেস্টাইনী  ।  

ছ’মাস কঠিন কারাবাসের পর এখন সে ইহুদি দখলকৃত বড় খাঁচায়  
যেখানে চেনা পাখীরা তটস্থ ইহুদি-মার্কিন হায়ানাদের থাবায়
পাখীরা খাঁচা ভাঙতে চায় ,উড়তে চায় উপত্যকায়,
সমুদ্র পাড়ে ; দেয় না উড়তে অসভ্য রাজগিকতায় ।  


আহেদ তামিমি যেন তনুমন ঝমকিত করা চড়-উপাখ্যানের নজরুলীয় দ্রোহী    
চড় চষে কৈশোরীক প্রতিবাদের প্রতীকী চূড়ায় আসীনী  
সহসা কিশোরী থেকে আরোহণ-আরাফাতমুখী ।


রাজপথী চড় গুঞ্জরিত হয় গাজা থেকে গোলকঘুরন    
এ চড় যেন মস্তকভেদী মিসাইল-মিলিয়ন
এ চড় যেন ট্র্যাম্পের সেটে ফিলিস্তিনি ট্রামলাইন
এ চড় যেন মন্দখোর মার্কিনী ছাদে ড্রোনীয় চড়ন  
এ চড় যেন ইহুদী দখলদারিত্বে দশ্মাত্রার দলন-কম্পন
এ চড় যেন সৌদী বাদশাহির দিকে চড়া চাহন  
এ চড় যে গাজার গাছে গুল্মে গাঙ্গেয় রণগীত গাহন  
এ চড় যেন নিষ্ফলা নিরাপত্তা পরিষদে কৈশোরীক গুলতি ।


আহেদ তামীমী , এক কান্ট্রি-কাঙ্গাল কল্লোল    
যার ফনিল দ্রোহে দোলে দুঁদে দুনিয়া  
যার চণ্ডরশ্মি চড়ে চলোর্মি  প্যালেস্টাইনী  পতাকার পতপতানী ।