পিশুন পাখি,  এই চৈতে দূরে থাক  পুব থেকে  
মৃত্তিকা গরম গ্রীষ্মের আবহে  এবং জিনের আবেশে  
দরিয়ায়  সূর্যসেনী তেজে  ফেনা  উছলায় - যেন  জল-মিসাইল
ইলামিত্র- ইশারায় ঢেউ উঠে বোরো’র  ডগায় ডগায় ।


তোমার চলতি বসনে বধনে যেওনা পুবে
সমস্ত পাতারা বনধ ডাকবে  ছাড়তে অম্লজান ,
যেওনা চৈতে পুবে বুড়িগঙ্গা পাড়ে
জলদেবী, মানু, মুনি, মনীষা  হেথায় দেখিতে  নারাজ তব পাখা  ;    
তারামনি তীর নিয়ে তারারা তাকায়  তির্যক তিথিতে    
ভ্রষ্ট কীট পানে মধুমতি-শিপসা’র  তীরে তীরে  ,      
তোমার দোলনে দূষিত গগণ ঘেরানি  
কালো ঊর্মিলায় চলে  তব উড়ানি ,  
ভয় পেয়ে যায় জসিমের ডানকানা পোনা
দেখিয়া  তোমার কর্কশ ডানা  ;
হে পিশুন পাখী চৈতে দূরে থাক পুব থেকে      
পূবালী হাওয়া তোমায় তাড়িয়ে নিবে পাথারে ।