১।
বৈশাখ শুরু ,  
মধ্যবিত্তিয় ঢোলে
নগরে মলে ;
রমণীয় রমনা ,
ধানি চুমে চাষিরা ।


২।  
সুলতু মিঞা
ঘা খাওয়া কৃষক
বোরোতে চলে ;    
সদলে দোয়া করে
ফসল  যেন  উঠে ।


৩।
ঢেঁড়স  ঝিঙে  
ভ্যানওয়ালা হাঁকে,  
গলির বাঁকে
পেটের টানে-ধ্যানে    
এ পয়লা বৈশাখে  ।


(জাপানী তনকা ধারায় রচিত )


মিরপুর, ঢাকা
১৪.০৪.১৮