পৌষের প্রভাতে কুয়াশা মাড়িয়ে চলছে পোশাক বালা
পরাশ ফুলের মত দুই রঙা সাজে,  
প্ল্যাস্টিক পানই চুপসে নেয় ধুলি
পাতল চাদরে ভারী শীত মিশে যায় শীর্ণ গায়ে
পলকা পঞ্জরে সকাল সন্ধ্যায় কাঁপে বস্তিবাসে
পালাজরে ছোট ছোট কাশি গলে গাঁথে  
পদে পদে হৃদে বাসা বাঁধে দুখের বিহগ  
পাংশু লোহিত কনা নিয়ে কাটে কোভিড সময় ;    


পবনে মিঠি-তেতু হাস দিয়ে চলে পরান বাঁচিয়ে      
পশ্চিম বালাখানায় তার হাসি পৌঁছে যায়, মুদ্রা হয়ে বাজে টরুডোর তটে ।        
প্রণোদনা পাশ দিয়ে শুধু উড়ে – ধরা নাহি দ্যায়    
পোশাক বালার কুয়াশা যেন চিরস্থায়ী বালা হয়ে বাজে  
পরখে চক্ষু বুজে সব শাহী ।  
পথে পথে শুধু কিছু চড়ুই বাজায় সারেঙ্গি বালার সনে
পলকে উড়ে যায় কৃত্রিম বয়স নগর শিশিরে ।      


১৩।০১।২০২১