........সংসদে জলাশয় বিল পাশ হলো
এবার কি পুকুররটাকে দেয়া যায় না স্বচ্ছ  নান্দনিক জীবনরস
নাকি ধরে নেব সুস্থ গণতন্ত্র না হলে পুকুর স্বচ্ছ হয় না


কংক্রিটিও  সু/ কু কারুকাজ হয়েছে প্রচুর চারিপাশে  সাথে টেন্ডারিও বাণিজ্য
চারপাশে চলে  তরুণ বৃদ্ধ মধ্য-পাকা লোকজন কোনো কোনো অরেজিস্ট্রেকৃত যুগলও  বসে থাকে  
টাইলসে- নিতম্বে ঠাণ্ডা অন্তরে উষ্ণতা নিয়ে


পুকুরটাকে কি দেয়া যায় না স্বচ্ছ  নান্দনিক জীবনরস আরেকটু প্রাণ -জিগাসিনু নগর-পরিকল্পনার
বনলতাসেনিও নগর-পরিকল্পককে
বুঝিলাম বুড়িগঙ্গার জলের মতো নষ্ট  এক  কালো পদ্ধতিতে বাঁধা
কীর্ত্তনখোলা পাড়ের এই পুকুর


কোনো  কবির ডাকে আসিবেনা হেথায় কোনো ডিজিটাল বনলতা