ডজন দেড়েকের বেশি বসন্ত পাড় হয়ে এসেছ তুমি
এখন তোমার  শুরু হয়েছে সাবালেক  পথচলা


প্রতিটি বসন্ত এসেছে তুমি বেড়ে উঠেছ
প্রতি বসন্ত এসেছে তুমি পুষ্ট হয়েছ
প্রতিটি বসন্ত এসেছে তুমি গভীর হয়েছ
প্রতিটি বসন্ত এসেছে  নুতন সিঁড়ি পারি দিয়েছো
আন্তরিক অভিনন্দন তোমার এই নান্দনিক পাড়ি


এক বসন্ত থেকে অন্য বসন্তে যেতে যেতে
তুমি মিশেছো নুতুন নুতন মানুষ আত্বিয়স্বজন জীব ও জড়ের সাথে
তুমি দেখেছ পূর্ব পুরুষদের বায়োসিক মৃত্যু কেঁদেছো অনেকবার
তুমি দেখেছ উত্তাল রাজপথ , নির্বাচনী হাওয়া
তুমি দেখছ  পাহাড় নদী হাওড় চর এই বাংলায়
তুমি দেখেছ মা-বাবার হাসি খুশি দুঃখরস
তুমি দেখেছ ডল্টা দেওগাঁও  চাঁনপুরের  আদিবসত
তুমি দেখেছ বিডিআর মৃত্যুর  হাহাকার
তুমি দেখেছ  বাংলার বিকৃতি হিন্দীর দাপট ইংরেজির আধিপত্য


অনেক বসন্ত  পাড় করো তুমি
তোমার  মতো  প্রশস্ত হয় প্রতিটি বসন্তে তুমি
হৃদয়ে  রেখো বাংলার খাল বিল মানুষ মগড়া নদী
এদের মধ্যেই তোমার নাড়ী