চৈত্রের বৃষ্টি জনিত একটা স্নিগ্দতা চারিপাশে
আরো সজীবতা উদ্ভিদ উদ্দ্যানে মানুষ-মননে
যদিও দালান আর দানবীয়  জমিভোগীদের   উলম্ফন  চারদিকে ।


প্রায় কোনঠাসা ছিল নিঃশ্বাসে সীসার এই ঢাকার উদ্ভিদকূল লতা গুল্ম
উন্নয়ন-ধুলির দাপটে
পরিবেশ মন্ত্রক স্বরাষ্ট্র মন্ত্রক এখানে কবির  চেয়েও নীরব।


তবে নির্মাণ শ্রমিক গুনগুনায়
বর্জ্য শ্রমিক পলিথিনে মস্তক আলগায়
পোশাকশিল্পীর  রিজিক যাত্রায় কিছুটা অস্বস্তি


মধ্যবিত্ত বৈঠকী খিঁচুড়িতে আনবে  ট্রাম্প বা যোগী বা লোকাল কিছু
অনিদ্রাক্লিষ্ট  অনেকটা ঘুমাবে এই চৈত্রিক বৃষ্টির শ্লীলতায় ।




মিরপুর, ঢাকা।
২০।০৩।২০১৭