পাক হানাদারদের দানবতা দেখেছি আমি আমার ছেলেবেলায়
সাধারন বাঙ্গালির রক্তে লাল ঢেউ  এনেছিল  মগড়ায়
শিহরিত হত আমার অন্তর
কেপেউঠতো আতংকে প্রতিটি মূহুর্ত  আমার
আমার স্বাভাবিক মনন গড়নে ছেকা দিলো পিশাচরা


ঘৃণা করি ওদের অন্তর থেকে
ঘৃণা করি ওদের দোসর রাজাকার নব্যরাজাকারদের
ঘৃণা করি  যারা বানালো পণ্য  ফিরোজিয়া মুক্তিযুদ্ধকে


হৃদিক  ফুলের  নান্দনিক বৃষ্টি  দিতে চাই মুক্তিযোদ্ধাদের।