পৌষের আমেজে সুরজ নীরস
যেন পুরোনো পার্টিপ্রভু’র নিহাস  
পৌষের দাপটে দুপর এখন প্রত্যুষ ,  
মৌমাছিরা সমবেত সরিষার ক্ষেতে
প্রদোষ অভ্যাসে, রঙ ও মধুর টানে ,    
পল্টনে অনুমতি নাই , মৌও নেই ।  

নগর বালক ভ্রমণে রত সদল বলে  
স্কুল-ছুটি গাঁয়ের বালিকা আমন তোলে ,      
কুড়িগ্রামে আইলকুঁড়ি বিষাদে লুটায়  
সৈয়দ হক তির্যকে আইলে তাকায় ,  
মৃত-সাংসদ ভোটের জাবেদা মিলায় ;
চারটি পড়ো-পড়ো পেঁপে শুষ্ক পত্রীতে
চরের চামেলি চিতল চাপায় চুলাতে ,    
কমলাপুরে কমলা খোঁজে কম্বল, নিশিথে,    
কুড়িগ্রাম এক্সপ্রেস ষ্টেশন ছাড়ে দেরীতে
সরষে সরসি সরদ বাজায় তিস্তার দুধারে  
নষ্ট শহরে শঙ্করা না বাজে, রাই না ফোটে ।  
  


মিরপুর, ঢাকা
২৬.১২.১৯