১।
পৌষের পুষা
রাঙ্গাল  বিকাল ,
ঢাকা’র পাতা  
দেয়ালে চারু প্রভা,  
পৌষ পোষে পরান ।
২।
পৌষ পাষাণ  
উত্তরে র ভুজে,
দখিন দ্রুমে
দরিয়ায় প্রণয় ,  
কারফীয় কুজন  ।


(জাপানী তনকা ধারায় রচিত )


মিরপুর, ঢাকা।
২৮।১২।১৮