শ্রাবণ  ধারায়  ধ্বসে যায়  নগ - যেন নীরে ভর করে আসে প্রেত  
ভেসে যায় প্রান্তিক মানুষ মাটি-জলে যেমন গিয়েছে বহুবার  
প্রান্তিকের প্রান এভাবেই  বাঁচে পৃথিবীর পাতায় পাতায়
পেগাসাস গং  উপবিষ  পায়নি  হেথায়      ;
প্রান্ত ভেঙ্গে ভেঙে কালো কেন্দ্র  আরও কাদাটে  সাজে দোলে  
বাধাহীন  সেই  দোলনি , সব ব্যারিকেড যবে  বাদ  ;
সকল   পাহাড়ি প্রসুন বিহগ  উলু  নথি  বাধ্য হয় যেতে  
কালো  কুঠরে  নীরবে,  নিয়তি এটাই এখন পৃথ্বী পুরে ,
মাঝে মাঝে হয়ত বিহঙ্গ  বাজাবে  করুণ রাগিণী  দখিন পানে  
দূরের প্রান্তিক প্রান্তরে উঠিবে উস্রি  উবা করে সব রাড় রাজ্ঞী    ।    


মিরপুর, ঢাকা ।
জুলাই , ২০২১।