প্রগল্‌ভ প্রধানা


প্রগল্‌ভ নায়িকার বক্ষ-বিভাজিকা পেলব লতার মতই লাবণি ছড়ায়        
মাঝে মাঝে মিডিয়ায় আর মলে, সেটি যেন রেল স্টেশনের অনুপম তালবৃক্ষ -    
ঔত্সুকে তাকায় জনতা ; একসময় গাছটি মেট্রো কাজে কাটা পরে ,      
লতা পাতা সহসাই লুটে পড়ে একটু মাঝারি বাতাসে ।  


পুষ্পিত নায়িকা লাল গালিচায় হাঁটে, ভিক্ষু বনে যায়
অথবা ছাদে বাগ-রাগে রত হয়– ফুল পাতা পরশে আপ্লুত ,    
চারদিকে শুধু ক্যামেরা ক্লিকের কিঞ্চিত কিংবা বাড়ন্ত রিনিঝিনি    
কিছু বসু মিলে সাহসে আবার সহসা হারায় পশ্চিমা বায়ে;      
সকল সময় ক্যামেরা হবে না ফ্ল্যাশ, ফ্লপ হয়ে যায় কায়া ছবি ,    
বিভাজিকা ভিজে বোম্বে থেকে হলিউডে, বুকফাটা রোদনে ।    
  


মিরপুর, ঢাকা।
২৫।০৯।২২