দুপুরের আগে আগে আশ্বিনের বৃষ্টি
হোমরাচোমরা সব স্ব স্ব আসনে  টানছে কল্কি,  
রাজপথে  রাজহাঁস  দলে  দলে ভিজছে
ওরা শত কণ্ঠে  শুভ্রকাব্য  বুনছে      
মনে হয় প্রতিটি জীবন্ত চরণ ছুটছে
চারদিকে সীমানা ছাড়িয়ে ;
পাখিরা ওদের সাথেই উড়ছে
পাতারা  ফোটা ফোটা অমৃত ঢালছে  
পায়ে পায়ে পথ মিলছে রাজহাঁসের  ফেরিতে  
রাজহাঁসেরা রাজপথেই  রাঁধিবে রাজফল ।


১২।১০।২০২০