রোহিঙ্গা দর্শনে/দরদে অনেকে আসছে এই বঙ্গে
রাষ্ট্রনায়ক নায়িকা মন্ত্রী পাতিমন্ত্রী শ্বেতহস্তিসম ইউএন-আমলা নোবেল-নারী ।
বঙ্গোপসাগর ঘেঁষে সাগর সৌন্দর্য সেঁচে এসেছিল  অনেকে
মিশেছিল এই শঙ্করিত বঙ্গে , নানা রঙ্গে , ঢঙে ।


রোহিঙ্গা দরদী ভ্রাতা ভগ্নীগন ,  
দয়া করে আসল দিকে যান
আপনাদের সুখ-শান্তিতে যদি না লাগে মাতন :  
নোবেল-দূষক সূচির সূতায়
মন্দ-মদির মাচায়
জিন সিন পিং এর নীল কোঠায়
নাভা পাড়ের পুতিন খাঁচায়।
যা করার ওদিকে করুন
যা বলার ওদিকে বলুন
যা  শুনানুর ওদিকে শুনান ,
হয়ত শুনিবে না ভীষণ অসভ্য-রাজন ।  
  
আপনাদের মিডিয়া-মুখ দেখে কৌশলী হয় বর্মী জঙ্গি সেনা ও  অসুচীর সুচু
মিডিয়া জ্বলসিত মুখ দেখে কৌণিক কাঁদে রোহিঙ্গা শিশু।
শিশুরাও বোঝে ,
রোহিঙ্গারা এক নব্য ফিলিস্তিনী
কাটাচ্ছে মাও-গান্ধী-লেলিনিয় নষ্ট-উত্তরসূরিসৃষ্ট জিঞ্জিরীয় জিন্দিগি ,
আপনারা বুঝুন শিশুদের আগে ; করুন কিছু এখনি , জেনুইন ।