পশ্চিমা পবনে পবনে পানসি  
তোমার যদি ভিড়ে বুড়িগঙ্গার তীরে
জুঁইহীন জ্যৈষ্ঠ শেষে ,
পলাশ কৃষ্ণচূড়া গন্ধরাজ গুঞ্জে
তোমায় সাজানো হবে  
শুধু ফুলসাজনে
শুধু-ই ফুলসাজনে    
যেন বিশুদ্ধ চিত্রের ধ্রপদি নিলয়    
সপ্তসুরে ঝঙ্কিবে নীলাম্বরে নীলিমায় ;
যতই নষ্ট হোক ঢাকাইয়া বায়  
তুমিই সাধ্বী-সখী খোলা খাঁচায় ।


মিরপুর,  ঢাকা
০৩।০৬।২০১৯