শেষ শিউলিটি ঝরে গেল শীর্ণ স্বরে
ভোরের বিহগ ঠোঁটে নিয়ে উড়ে যায় ঊর্ধ্বাকাশে
পারিজাত পুরে-সেথায় কিংবদন্তী কিঙ্কিণি বাজে,    
বিহগ নতুন বসতে শীত-বসন্ত কাটাবে
সাজাবে শিউলি-সাজনে শুভ্র-কমলা তুলিতে  
বিহগ ও শিউলি উভয়ে উতলা জীব-যোশে  
নীচ দিয়ে যান-মানু পাড় হয় অফুলেল হৃদে ;      


শিউলি আবার ফুটিবে
শিউলি আবার ঝরিবে  
বিহগ আবার শিউলিবাগে গুণগুনাবে রুক্কিণী আবেশে    
কোন শীর্ণ শিউলি তোমাকে হয়ত শিউলিতলে দেখিবে না আর
তখন তুমি  সাংখ্যিক  সহেলি।    



২৮।১১।২০