স্বপ্নে অতীত দেখি : মানুষ নদী হায়ুরে পথ  
বন বৃক্ষ ফুল ফল লতা পল্লব , মন্ত্র তন্ত্র  
নানা বাহার রং ধরন
যেন ঘুম ভাঙ্গানিয়া চুম-ধুম  ।
শ্বাস প্রশ্বাসে ঢাকার ট্র্যাফিকের মতোই বিশৃঙ্খল-মিশ্ররাগ  
জেগে উঠি সপ্তাহান্তের সকালে
স্বপ্ন ও বাস্তব ফারাকে চলে  
হয়ত কারোই না মেলে  
যেমন মেলেনি মুক্তিযোদ্বা সামসুদ্দিনে ।


তবু এখনও আম্র গুটি কালবৈশাখেও অনড়তায় ঝোলে    
নারকেল পাতায় পাতায়  জীবনানন্দীয়  ঝিলিকে আঁখি দোলে ;
ট্র্যাম্প পুতিন শি জিনপিং বাঁচায়
কালো শাসন কালো কার্বন, কালীগঙ্গা থেকে কঙ্গো    
বোঝে যাচ্ছে উদোম আকাশ-তলের সাহসী কাফেলা ।    


ঢাকা
১৯.০৪.২০১৯