কিশোরী শ্রমিক কয়লা হয়  পোড়ে পোড়ে   শীতলক্ষ্যা  ঘেঁষে
হয়ত ভাসবে  বিজলী হয়ে  রামপালে – পশুর  পাড়ে
এবং  দূরের আদিম প্রাসাদে ;      
পাতায় পাতায় পুঁজির পাথরে  চাপা হবে কিশোরীর সব কষ্ট কথা  
সে তখন  জীবাশ্ন - পুঁজির ফোঁড়নে  
পুজিকর  হাত ভারি করবে খেলাপি খড়মে
পোড়াবে শ্রমিক পোড়াবে দেহাত-বাগিচা   ;


মৃত সাম্যবাদী  মনে মনে জেগে উঠবে হয়ত  দূর-গোরে  
ভাববে এবার হয়ত বলবে কেহ দুনিয়ার মজদুর এক হয়  
কিংবা নুতন শ্লোগান -  শ্রমিক জীবাশ্ম জেগে উঠো ।


১০।০৭।২০২১