এ বোশেখে ওরা নেই, চলে গেছে ভিন দেশে স্বর্গীয় আবহে
হয়ত ফিরিবে না আর ধরা কূলে ;
দিয়ে গেছে তাজা প্রান , ছিল সোনালি স্বপ্ন প্রানে মনে,
সেগুলি ইথারে ভেসে উঠে ক্ষণে ক্ষণে,
কখনো বিষণ্ণ বদনে বদ্বীপের বাটে হাটে ।
সুডৌল স্বপন লালনে নেই কোন শত রঙ্গা চাদর এই চড়ে
বার বার হারিয়ে যায়
যেন হিজল করচ কেওরা বনে লুকায় ;
ধানসিঁড়ির শালিক, ধনুর গাঙচিল উদাসী গীত গায় ।
মিরপুর, ঢাকা। ১৫.০৪.২৫