দুপুর বারটা, তুমুল  ভাদর । মিরপুর গোল চক্করে পায়েচলা  ব্রিজে  তামাটে তোষকে গভীর নিদ্রায় দশ বার জন , নানা বয়সের –এক পরিবার বা এলাকার হতে পারে - শয়ান ঝটলা  দেখে কোন প্রাইভেট  গোয়েন্দা এমনটা ভাবতে  পারে।  শব্দবোমা  ভাইরাস-ভয় সব কিছুতেই বিঘ্নহীন এই দিবা-ঘুম । ছাতনি  নড়ছে  আপন ছন্দে –উদোম হৃদে । শীর্ণ শরীর অর্ধ পোশাকে তামাটে পাতের মিশেলে হয়েছে মূর্ত চিত্র – ধরিত্রি এখানে বিরাম নিতে পারে  । পথচারী আড় চোখে দেখে মাক্স  মুখে দ্রুত হাটে – সাথের শিশুরা দাঁড়াতে চেয়েও পারেনা-  হাতে টান পরে।  
করোনা বাতাস এবং যমুনা ভাঙ্গনে  নগরে এসেছে ভঙ্গুর মানুষ , শুয়েছে ধাতব তোষকে – কয়েক মাসে ঘটেছে  কঠিন  কাহিনী– কষ্টে কাঁদে তরল তটিনী  , গণলতা  –বোঝেনা  কর্তা জনে  । উড়াল টবের পাতা ফুল ফাইলে নগর ভবনে  –হয়ত সরব জনের পকেটে পুষ্পল হাওয়া । তামাটে তোষকে  তামাটে মানব ঘুমায় নীরবে ।    
  


২৫।০৮।২০২০