মঙ্গল গ্রহে নদী ছিল একসময়    
মঙ্গলের নদীটি তরলহীন ছায়া ছড়ায়  
আ হা রে শুকিয়ে গেলো অবেলায় ।    
যোদ্ধা নারী’র সাঁতারে কল্লোলিত ছিল নদীটি  
যেন উছলিত নদী ও নারীর যুগল-প্রেমের ঝুঁটি ।    


মঙ্গল গ্রহের সদ্য শনাক্ত নদীর মতো মগড়াটি আমার
আঁকাবাঁকা , সর্পিল , জালবৎ , মেখেছে পাহাড়-হাওর  ।  
মগড়াকে  শুষ্ক করছে উজানি মুলুক  
মগড়াকেও নির্জীব করছে কালো পূঁজির পুঁজক      
আমার স্মৃতি-উর্বশী ,সভ্য-মনন শুষ্কতায় পুড়ছে ।


হয়তো অচিরেই  মাঙ্গলিক এলিয়েন টাঙাবে  
রঙ্গিন সামিনা , সরল বাউল গাইবে
কলবিঙ্ক কদম্বে কূজন করবে
জলকেলিতে যুগল জাগিবে,প্রানে ও প্রণয়ে  ।  


০১।০৩।২০১৯