ইউক্রেনে ট্রেমবিতা শব্দহীন সাইরেন বাজায় নিপার নদীর তীরে
সূর্যমুখী সূর্যতেজে দোলে যেন নব যুবা  সাজততে  মত্ত,    
শস্য খেতে  বিষ দিতে চায় ইতর নেকড়ে  
রসালো  রুটির ঝুড়িতে জহর ঢালতে  তৎপর ভিনদেশী  ড্রোন      
মনে হয়  ইয়াকুত-ইন্দ্র হওয়ার ঈপ্সা  চাপে পরিযায়ী ঈগলের ;  
    
নিপার রঙিন জীব-ঝাঁকে ন্যাটো- নথ  পরাতে  অস্থির
কিংবা পুরনো পতাকা দোলানো  আদিম খায়েশ হাসিল ,
অঢেল সুন্দরে সৃজিত রমণী হাওড়  ঢঙে হাসে  সাঁজোয়া যানের জঞ্ঝালে
মনে হয়  সারা মুখে  আতঙ্ক- সানাই  সুর তোলে ,  
বহুকোষী দানবরা দমে  জোর তোলে অকোষী  কালেও  
মঙ্গলে গেলেও  আখটি সুর বাজে লেজ কোনে    
ইনসান  যেন ইবলিশী হয়ে  ঘুরে ইলার  ঈশানে ।    


৩.২.২০২২।