উড়িতে পারে না হোমসেপিয়ান্স  
শুধু হাঁটে দৌড়ে সবুজ পথে পাহাড়ে প্রান্তরে পিছ-পথে
যেমন পারে অনেক জীব, কেহ কেহ ওজনে আউন্স  
অকাব্যিক গোলকায়নের অহৃদীক হোলে ।  
সে এক প্রহেলিকাময় প্রজাতির প্রাংশু প্রাণন
কোটি বছরের প্রাচীন ।

সে উড়ে মনের প্রপেলারে ,দিলের তালে
অপার্থিব উড়াল-যেন পরীকূলের যৌথ-পাকে
পাখিকে পেরিয়ে নীল নীলিমায় পাখিদের সাথে ।  
  
সে হয়ত উড়বে
সৌর ইঞ্জেকট বা আরটিফিশিয়াল ইন্টিলিজেনস’র অনুকৃত-আত্মস্তে  
বদ্বীপ থেকে সাগর মহাসাগর পেরিয়ে
যেন আলত্রা-উড়াল,  গ্রহ থেকে গ্রহান্তরে
নাসা এড়িয়ে পশ্চিমা রাডার মাড়িয়ে নব-ব্র্যান্ডে ।    


৪।১।১৯