তিস্তা করতোয়া মগড়া ব্রহ্মপুত্র পেরিয়ে নীল বকজোড়
তিন চার যুগ আগে ভরায় ঢাকার কৃষ্ণচুড়িও অম্বর।
উড়েছে প্রচুর সময়ে অসময়ে
বিকাল সন্ধ্যা রাতে
ম্লান হয়েছে নগর কুব্যবস্থা ওদের অবিরাম ধ্রুপদী কলতানে ।
পাড়ি দিয়েছে যমুনা রূপসা-কাব্যিক বৃষ্টি আর ঝিলমিল রোদে
কৌলীন্য পেয়েছে ওদের কৌণিক কোলাহল কালাকাল কাটিয়ে ।


আবার ফিরেছে ঢাকার বিবর্ণ বিবশ আকাশে
যেথায় অক্সিজেন জীব-হৃদকে সজীবতা পারছে না দিতে
যদিও কতিপয় পোশাকি আরক্ষী মিডিয়ায় দৃশ্যমান দম্ভে ।
উপপ্লুতায় চলছে উড়াল-বিরতি
উৎপিঞ্জরিত উভয়ি উড়িবে উজ্বল ঊষায়