তুমি আছ দূরে বহু দূরে সাগর পেরিয়ে  
আমি নদী পাড়ে হাঁটি উল্টো স্রোতে সাথে নিয়ে স্মর-পানা          
বাতাসে ভাসছে তোমার  শিউলি-কথন সংগে মেথিকা-সুবাস,        
জাহাজের শীর্ষরঙে যেন তব ওড়নার ওড়াওড়ি    
গাংচিল গায় মৃদু লয়ে মনে রেখে সেই চুড়িছন্দ ।    


কীর্তনখোলা জলের কিরণে কিনারে তোমার মায়া  
দূর পরিযায়ী তুমি হৃদতটে ভাস দিবারাত ;  
আলতাপরী বিহগসম উড়তে থাক তুমি  
জীবন কাঠিন্য ভেঙে ভেঙে ভাটিতে উজানে ,
ভাদর চন্রিমা তোমায় সাজায় রাজিত অলিন্দে  
আশপাশ চুপচাপ একজন শুধু দেখে আর মাখে ।  


১.০৯.২০